এ উপলক্ষে রোববার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত আইনজীবীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন, বর্তমান সমাজ এখন জটিলতার দিকে চলে গেছে। তাই আইন পেশায় নতুনদের সততাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। বিচারপতি হলে নিরপেক্ষ হবেন। আইনজীবী থাকলে সঠিকভাবে কোর্টকে সহযোগিতা করবেন।
বক্তারা আরও বলেন, আইন অঙ্গনে তথা উচ্চ আদালতের বিভিন্ন সেকশনে দুর্নীতি হয়। এতে সাধারণ জনগণের ভোগান্তি হয়। তাই সাধারণ জনগণকে এ ভোগান্তি থেকে মুক্তি দিতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।
বর্তমান সময়ে আইনজীবীর সনদ নেওয়ার দুই তিন বছরের গাড়ি-বাড়ি হয়ে যায়। যা আমরা কল্পনা করতে পারিনি। আমাদের সময় ২০/২৫ বছর লাগতো। আপনারা যারা নতুন তাদেরকে টাকার পেছনের না দৌড়ে বিভিন্ন আইন, রায়ের বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান বক্তারা।
রেফারেন্স বুক ছাড়া অনেক আইনজীবী আদালতে শুনানিতে অংশ নেন উল্লেখ করে এক বক্তা বলেন, বইবিহীন ওকালতি ইজ নট কারেক্ট। সব সময় রেফারেন্স বুক সঙ্গে রাখতে হবে। একটি সংবিধান রাখতে হবে।
সংবর্ধিত ১৮ আইনজীবী হলেন- বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার মো. আবদুস সামাদ, গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম লুৎফর রহমান, মনজুর-উর-রহিম, এম এ ওয়াদুদ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হাসিব, আবদুল বাসেত মজুমদার, এম হাফিজ উল্লাহ, সৈয়দ আবুল মোকাররম, মলয় ভূষণ রায়, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, আফসার উদ্দিন আহমদ খান, সৈয়দ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন ও খাইরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ইএস/জেডএস