ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নতুন সিইসিকে ‘গোপাল’ বলায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
নতুন সিইসিকে ‘গোপাল’ বলায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ঢাকা: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘গোপাল’ বলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়েছে।

গত ০৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে ‘লেট এডিশন’ টকশো’র উপস্থাপক ছিলেন ফয়সাল আল মাহমুদ। অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।

টকশো’তে নবনিযুক্ত নির্বাচন কমিশন নিয়ে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করেন।

অতিথি খালিদ মাহমুদ ও সামসুজ্জামান দুদু তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করলেও উপস্থাপক শব্দটি আর প্রত্যাহার করেননি।

সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিযুক্ত সিইসিকে ‘গোপাল’ বলে তার ও জাতির মানহানি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ মানহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা চাওয়া হয়েছে মামলায়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।