দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. জামির আলী, মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী ও মিন্টু শেখ। এদের মধ্যে মিন্টু শেখ পলাতক।
মামলার বিবরণী থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের মসলিসপুর গ্রামের ব্যবসায়ী গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
গিয়াসউদ্দিন ফরিদপুরের সদর উপজেলার খলিলপুর বাজারে পাট বিক্রি করে ফিরছিলেন, বারোখাদা ব্রিজের কাছে পৌঁছালে দণ্ডপ্রাপ্ত আসামি এবং অজ্ঞাতপরিচয় আরো ২/৩ জন তাকে হত্যা করে- অভিযোগ এনে ওইদিনই নিহত ব্যক্তির স্ত্রী মোসা শিউলী বেগম ফরিদপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার জাহিদ হোসেন জয় জানান, মামলার তদন্ত ও দীর্ঘ শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এটি