ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দীর্ঘ কারাবন্দি কক্সবাজারের ৩ জনের নথি তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
দীর্ঘ কারাবন্দি কক্সবাজারের ৩ জনের নথি তলব

ঢাকা: দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা কারাগারে বন্দি তিনজনের মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ০৫ মার্চের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিমকে এসব নথি পাঠাতে বলে ওইদিন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনজীবী কুমার দেবুল দে আসামিদের বিষয়টি উপস্থাপন করেন।

 

আসামিদের মধ্যে আবুল কাশেম হত্যাসহ দু’টি মামলায় ২০০৫ সালের ২১ মে থেকে, মোস্তাক আহমেদ হত্যা মামলায় ২০০৬ সালের ২৩ মার্চ থেকে এবং নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালের ১৮ এপ্রিল থেকে কক্সবাজার জেলা কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২,২০১৭
ইএস/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।