কারাদণ্ড প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফেনী জেলা আদালত প্রাঙ্গণে নিজেকে আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি, প্রতারণা ও অহেতুক আদালতপাড়ায় ঘোরাঘুরির দায়ে ওই ব্যক্তিকে এ শাস্তি দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি একেএম ফয়জুল হক মিল্কীসহ বারের আইনজীবীরা এ প্রতারককে আটক করেন।
এর আগে ওই প্রতারক আইনজীবী ভবনে (পূর্ব) আইনজীবীর ফাইলসহ ধরা পড়েছিলেন। পরে আইনজীবী সমিতির সভা থেকে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে থানা, জিআর কোর্ট ও আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষকে হয়রানি করতেন এ প্রতারক।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আদালত প্রাঙ্গণে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে। এদের কারণে হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষরা।
তবে প্রতারকের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসএইচডি/জেডএস