ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এমপি লতিফের বিরুদ্ধে মানহানি মামলার নথি তলব হাইকোর্টের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এমপি লতিফের বিরুদ্ধে মানহানি মামলার নথি তলব হাইকোর্টের

ঢাকা: বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে মানহানির মামলায় বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  একইসঙ্গে মামলার নথিও তলব করেছেন উচ্চ আদালত।

বাদী পক্ষের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩১ জুলাই) বিচারপতি এ কে এ আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অজয় শংকর ভৌমিক।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

পরে অজয় শংকর ভৌমিক বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি ২০৩ ধারায় খারিজ করে দেন। এর বিরুদ্ধে রিভিশন করলে জজকোর্টও তা খারিজ করে দেন। পরে হাইকোর্টে রিভিশন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একইসঙ্গে এ মামলায় বিচারিক আদালতের নথিও তলব করেছেন হাইকোর্ট।      

২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েক ডজন বিলবোর্ড লাগিয়েছিলেন লতিফ, যাতে সংসদ সদস্যের ছবির সঙ্গে বঙ্গবন্ধুর মুখ জুড়ে দেওয়া হয়েছিলো।

এ নিয়ে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভের মুখে লতিফ ওই বিলবোর্ডের দায়িত্ব পাওয়া বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেন এবং নিজে দুঃখ প্রকাশ করেন।

এরপর লতিফের বিরুদ্ধে প্রথমে একটি মানহানির মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ রবি। পরে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে চলতি বছরের ৮ মার্চ মামলা খারিজ করে দেন চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম আল ইমরান।

এরপর ২ এপ্রিল মানহানির মামলায় আদালতে রিভিশন আবেদন করেন বাদী রবি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর ৮ মে ওই রিভিশন খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ৩১,২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।