ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে শর্তসমূহ কেন অবৈধ নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
‘নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে শর্তসমূহ কেন অবৈধ নয়’

ঢাকা: নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রুল জারি করেন।

পাশাপাশি চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে রুলের জবাব দিতে বলেন তারা।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি, ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা উল্লেখ করে নাজমুল হুদা বলেন, নিবন্ধন পেতে একবারের সংসদ সদস্য থাকতে হবে, শতকরা ৫ ভোট পেয়েছেন এমন তথ্য, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দপ্তর, এক থানায় দুইশ’ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে।

তিনি বলেন,এসব শর্ত সংবিধান পরিপন্থী। আগে দরকার নিবন্ধন পরে এ শর্তগুলো পূরণ। কিন্তু অনেক দল এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এ জন্য শর্ত তুলে দেওয়ার দরকার।

নাজমুল হুদা বলেন, তার রিটের পর আদালত রুল জারি করেছেন।

বাংলাদেশ সময়:১৪১৬ ঘণ্টা, আগস্ট ২৩,২০১৭
ইএস /আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।