ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফরহাদ মজহার ‘অপহরণ’ মামলার প্রতিবেদন পিছিয়ে ১০ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ফরহাদ মজহার ‘অপহরণ’ মামলার প্রতিবেদন পিছিয়ে ১০ অক্টোবর

ঢাকা: ফরহাদ মজহার ‘অপহরণ’ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১০ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল হক কোনো প্রতিবেদন দাখিল করেননি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলমের আদালত প্রতিবেদন দাখিলের দিন একমাস পিছিয়ে দেন।

গত ০৩ জুলাই ভোরে ফরহাদ মজহার তার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে ‘অপহৃত’ হন বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে আদাবর থানায় জিডিও করেন তারা।

পরে বিষয়টির তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ০৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে র‌্যাব।

পরবর্তীতে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

ফরহাদ মজহার পরে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে নিজ জিম্মায় বাসায় যাওয়ার অনুমতি চাইলে তা মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।