ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ৪ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বরিশালে ৪ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা

বরিশাল: বরিশালে র‌্যাব-৮ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪ অসাধু ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৩ জন মিষ্টান্ন ভান্ডার ব্যবসায়ী ও ১ জন ফল ভান্ডার ব্যবসায়ী রয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম পচাঁ ও বাসি মিষ্টি, সিঙ্গারা, পুরী, এবং অবৈধভাবে উৎপাদিত দধি কোন রকম লেবেল ছাড়া সংরক্ষণ ও বিক্রি করার জন্য ৩ জন মিষ্টান্ন ভান্ডার ব্যবসায়ী ও ১ জন ফল ভান্ডার ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাধারণ মানুষের খাবারের মান উন্নতিকল্পে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।