ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিমলায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
ডিমলায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার এ অভিযান পরিচালনা করেন।  

উপজেলার শুটিবাড়ী বাজারের শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমানকে ৩ হাজার ও বাজারের ৫টি হোটেলকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ডিমলা থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার বলেন, শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজির কাগজপত্র ঠিক না থাকা ও হোটেলগুলো নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব হাট বাজারে এ আদলতের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।