ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘দুর্নীতি করলে কোনো ছাড় নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
‘দুর্নীতি করলে কোনো ছাড় নয়’ দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা

ঢাকা: দিনের কাজ দিনেই সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে এ নির্দেশ দেন তিনি।

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘দিনের কাজ দিনেই শেষ করতে হবে।

কোনো আদেশ বা রায়ে বিচারক স্বাক্ষরের পরপরই দ্রুত তা শাখায় জমা দিতে হবে। কোনো নথি ধরে রাখবেন না। ’

তিনি দুর্নীতি ও অনিয়ম পরিহার করার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘আগে যে যাই কিছু করুন না কেন তা ভুলে যান। এখন থেকে দৈনন্দিন কার্যতালিকায় কোনো অনিয়ম বা এদিক-সেদিক করবেন না। অনিয়ম বা দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ’

তিনি আরও বলেন, ‘কোনো দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। আইনজীবীরাই আমার গোয়েন্দা। তারা যদি কোনো অনিয়োমের অভিযোগ নিয়ে আসেন আর তা যদি প্রমাণিত হয়, তবে কোনো ছাড় দেওয়া হবে না। ’

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ মো.দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
ইএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।