সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার স্থানীয় রামপুর বাজার থেকে তাকে জাটকাসহ আটক করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
পরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তাকে হাজির করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন-কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নন্দীপাড়া এলাকার মো. কাদির মিয়ার ছেলে কাঞ্চন মিয়া।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এসময়ে জাটকা পরিবহন, মজুদ ও বিক্রয় করা সস্পূর্ণ নিষিদ্ধ। আর তাই এ অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ