তার পাসপোর্ট বিচারিক আদালতে জমা রাখার শর্তে রোববার (২২ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী।
পরে বশির আহমেদ সাংবাদিকদের জানান, চলতি বছরের মার্চ মাসে আপিল বিভাগ এ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন। যদি এ সময়ের মধ্যে নিষ্পত্তি না হয়, তাহলে মিনার চৌধুরীর জামিন আবেদন বিবেচনা করতে বলেছিলেন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট রোববার তাকে জামিন দিলেন।
গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সে আবেদনের প্রেক্ষিতে ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেন।
২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে।
এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ইএস/এইচএ/