সোমবার (১৩ নভেম্বর) ধর্ষণ চেষ্টার অভিযোগে সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত কারা উপ-মহাপরিদর্শক মো. আজিজুল হক এবং দুই কারারক্ষী নিজাম ও শেখ ফরিদের বিরুদ্ধে নালিশি মামলাটি করেন ওই কারারক্ষী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত দাস।
অভিযোগের সপক্ষে যথাযথ প্রমাণাদি ও উপাত্ত না থাকায় মামলা খারিজ হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। তবে বাদিনী জানিয়েছেন, উচ্চ আদালতের শরণাপন্ন হবেন তিনি।
বাদিনীর আইনজীবী আবুল কালাম আজাদ ইমন বাংলানিউজকে অভিযোগ করেন, ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা দায়ের পর থেকেই ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতা শুরু হয়। এ কারণে বাদিনী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএস/এসআরএস/এএসআর