আনিসুল হক সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দুই দিনব্যাপী এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব ছিল না।
প্রধান বিচারপতির পদ নিয়ে তিনি বলেন, ‘‘প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির। এটা তিনি কাউকে জানানোর প্রয়োজন রাখেন না। তবে আমাদের সংবিধান স্বীকৃতি দেয়, অস্থায়ী কেউ দায়িত্ব পালনের অধিকার রাখেন। ’’
সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি হিসেবে ছুটিতে গেলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব পালন করেন। নভেম্বরে সিনহা পদত্যাগ করলে কার্যভারের দায়িত্ব পালন করে আসছেন তিনিই।
এদিকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। গেজেট নিয়ে সরকারকে বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেয় আপিল বিভাগ। সেসময় এর চূড়ান্ত খসড়া রাষ্ট্রপতির কার্যালয়ে ছিল।
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
কেজেড/আইএ