খোঁজ পাওয়ার পর শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে আমিনুরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন নগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসাইন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন>>
** ‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার
পুলিশ জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর বাড্ডার শাহজাদপুর থেকে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
২০১৫ সালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলার ঘটনায় ওই মামলাটি দায়ের করা হয়।
চলতি বছরের গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের বাসার উদ্দেশে রওনা হন আমিনুর। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএ/