ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘নিখোঁজ’ বিএনপি নেতা সাদাত ৩ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
‘নিখোঁজ’ বিএনপি নেতা সাদাত ৩ দিনের রিমান্ডে

ঢাকা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণপ কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে সাদাতকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠায়।

এসময় তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

শনিবার (৩০ ডিসেম্বর) সাদাতকে রামপুরা ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২০১৫ সালের রমনা থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।  

চারমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত ২২ আগস্ট বিকেল ৩টায় বনানী ওভারপাসের নিচে একটি মাইক্রোবাস সাদাতের গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন এসে তাকে জোর করে নামিয়ে অন্য গাড়িতে তুলে নেয়। তখন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী লুনা সাদাত আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।