ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জাবি ছাত্র জুবায়ের হত্যার ডেথ রেফারেন্সের শুনানি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
জাবি ছাত্র জুবায়ের হত্যার ডেথ রেফারেন্সের শুনানি শুরু

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়য়ের আহমেদ হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী রানা কাউসার।
 
পরে জাহিদ সারওয়ার কাজল জানান, মঙ্গলবার এ মামলার পেপারবুক থেকে ১০জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন শেষ হয়েছে। বুধবার বাকি সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন করা হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হতে পারে।  
 
এ মামলায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত।
 
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ ওরফে সোহান, জাহিদ হাসান, দর্শন বিভাগের মো. রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- প্রাণিবিদ্যা বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরূপ (পলাতক), প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু, পরিসংখ্যান বিভাগের মাজহারুল ইসলাম, শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু অভি।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে রাশেদুল ইসলাম রাজু ছাড়া বাকিরা পলাতক। অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে শুধু অরূপ পলাতক রয়েছেন।
 
২০১২ সালের ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ভোরে জুবায়ের মারা যান। জুবায়েরের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মদিনাবাগ নাবলাপাড়া গ্রামে। তার বাবার নাম তোফায়েল আহমেদ, মায়ের নাম হাসিনা আহমেদ।

এ ঘটনায় ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে খন্দকার আশিকুল ইসলাম আশিক, রাশেদুল ইসলাম ও খান মো. রইসের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১২ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জানুয়ারি গ২, ২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।