বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সিকদার, যুগ্ম সম্পাদক আবু বকর, সদস্য জাকির হোসেন, সদস্য নূর ইসলাম, বালিপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ সিকদার, যুবদল কর্মী রবিউল ইসলাম, মিরাজ সিকদার, ওবায়দুল হাওলাদার, নাসির হোসেন ও বালিপাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতা রুম্মান ফকির।
২০১৩ সালের ২৭ অক্টোবর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গভীর রাতে ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা স্বপন শীলের বাড়িতে ভাঙচুর ও তাকে কুপিয়ে জখম করে। ওইদিন রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি আলমগীর সেপাই বাদী হয়ে ইন্দুরকানি থানায় বিএনপি-জামায়তের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/