ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সব বিচারকদের ল্যাপটপ সরবরাহের উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
সব বিচারকদের ল্যাপটপ সরবরাহের উদ্যোগ

ঢাকা: বিচার বিভাগের ডিজিটাইজেশনের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ল্যাপটপ কম্পিউটার সরবরাহের উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট।

সারাদেশে কর্মরত সকল বিচারকদের মাঝে ল্যাপটপ বিতরণের জন্য ফরম প্রাপ্তির তিন দিনের মধ্যে চাহিদাপত্র চেয়ে একটি স্মারক পাঠানো হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার  (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষতির স্মারকে বলা হয়, সারাদেশে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তার মাঝে সুষ্ঠুভাবে ল্যাপটপ কম্পিউটার বিতরণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা/মহানগরে অবস্থিত জেলা জজ আদালত/সমপর্যায়ের বিচারিক আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা অন্য কোনও প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নামে চাহিদাপত্র পাওয়া একান্ত আবশ্যক।

এমতাবস্থায়, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের নামের তালিকা (চাহিদা পত্র) স্মারকে সংযুক্ত ফরম অনুসারে পত্র প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ডাকযোগে এবং আবশ্যিকভাবে সফট কপি ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’ 

উল্লেখ্য, যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা বর্তমানে সাময়িক বরখাস্ত/মাতৃত্বকালীন ছুটি/দুই মাসের অধিক অর্জিত ছুটি/শিক্ষা ছুটিতে আছেন তাদের নাম চাহিদাপত্রে উল্লেখ করা যাবে না।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।