সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
পরে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বাংলানিউজকে বলেন, এটি একটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা। এ মামলায় আজ আদালত সন্তুষ্ট হয়ে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন।
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন গত ২ জানুয়ারি এ মামলায় পরোয়ানা জারি করেন।
২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের জেরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৮
ইএস/জেডএস