ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সৈয়দপুরে ১৩ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
সৈয়দপুরে ১৩ জুয়াড়ির কারাদণ্ড সৈয়দপুরে ১৩ জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ১৩ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ সৈয়দপুর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের সৈয়দপুর রেস্ট হাউসের (জসিম বিল্ডিং) তৃতীয় তলায় দর্জি সমিতির অফিসে নিয়মিত জুয়ার আসর বসে।

খবর পেয়ে সকালে ইউএনও মো. বজলুর রশীদ পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেন। পরে তাদের থানায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজার আদেশ দেওয়া হয়।  

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- জুয়ার ম্যানেজার শহরের কুন্দল এলাকার সামসুদ্দিন (৪০), বাস টার্মিনাল এলাকার রিপন (৩৫), সাবেপাড়ার আকবর (৩৩), পুরাতন বাবুপাড়ার রইস (৩৪), হাতিখানার আলমগীর (৩৮), একই এলাকার বাবু (৩৬), নজরুল (৪৮), কয়া গোলাহাটের বাবু (৩২), মুন্সিপাড়ার রুস্তম (৩৭), সাহেবপাড়ার হায়দার (৩১), কয়ানিজপাড়ার রুবেল (৩৯), গোলাহাটের আলিম (৪০) ও মিস্ত্রিপাড়ার আব্দুল মান্নানের ছেলে কাশেম (২৯)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, দণ্ডাদেশ প্রাপ্তদের বিকেলের মধ্যে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।  

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৪  ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।