ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু আইন বাস্তবায়নে বিচারপতিদের থানা পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
শিশু আইন বাস্তবায়নে বিচারপতিদের থানা পরিদর্শন তেজগাঁও ও রমনা থানা (ফাইল ফটো)

ঢাকা: শিশু আইন বাস্তবায়নে রাজধানীর তেজগাঁও ও রমনা থানা পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এসময় তারা শিশু আইন-২০১৩ বাস্তবায়নে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) থানা দু’টি পরিদর্শনে যান আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, থানা পরিদর্শনে গিয়ে শিশু আইন বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন বিচারপতিরা।

তারা শিশু আইন বাস্তবায়নে বিভিন্ন নির্দেশনাও দেন এসময়।

বিচারপতিদের সমন্বয়ে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’ নামে একটি কমিটি রয়েছে, যারা শিশুদের অধিকার নিশ্চিতকরণে কাজ করে। এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই থানা পরিদর্শনে যান বিচারপতিরা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ইএস/পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।