ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার

ঢাকা: হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ)  প্রশান্ত কুমার বিশ্বাসকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্রটি বলেছে, গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সচিব মো. মাহবুবার রহমান সরকারের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

একই সঙ্গে ওইদিন ট্রাইব্যুনালের বর্তমান রেজিস্ট্রার মো. সেলিম মিয়াকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।