ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে মাদক বিক্রেতার ১২ বছরের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ঝালকাঠিতে মাদক বিক্রেতার ১২ বছরের কারাদণ্ড 

ঝালকাঠি: র‌্যাবের দায়ের করা মাদক মামলায় ঝালকাঠিতে কালাম সরদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কালাম বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কের মৃত এনছান সরদারের ছেলে।

সূত্র জানায়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) এর একটি দল বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় এলাকায় অভিযান চালায়। এসময় কালামকে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাব ৮ এর ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর কালামকে অভিযুক্ত করে  আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।