সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কালাম বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কের মৃত এনছান সরদারের ছেলে।
সূত্র জানায়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) এর একটি দল বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় এলাকায় অভিযান চালায়। এসময় কালামকে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব ৮ এর ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর কালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএস/আরআইএস/