ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৭০ অনুচ্ছেদ নিয়ে একক বেঞ্চের আদেশ ১৮ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
৭০ অনুচ্ছেদ নিয়ে একক বেঞ্চের আদেশ ১৮ মার্চ

ঢাকা: রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদীয় আসন ‘শূন্য হওয়া’ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে রিটের ওপর আদেশের জন্য ১৮ মার্চ (রোববার) দিন নির্ধারণ করেছেন হাইকোর্টের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ)।

রোববার (১১ মার্চ) উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের একক বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৫ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রিটের ওপর বিভক্ত আদেশ দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি রিট খারিজ করে দেন।  

এখন নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।  তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠান।
 
গত বছরের এপ্রিলে আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।  

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) ওই দল থেকে পদত্যাগ করেন অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না’।
 
রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
   
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।