ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে শেষ দিনের ভোটগ্রহণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
সুপ্রিম কোর্ট বারে শেষ দিনের ভোটগ্রহণ শুরু চলছে আইনজীবী সমিতির ভোটগ্রহণ/ছবি: বাংলানিউজ

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনের শেষ দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার (২১ মার্চ) দু’দিনব্যাপী এ নির্বাচনের শেষদিনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার ৬১৫২ জন। নির্বাচনে যথারীতি লড়াই হচ্ছে সরকার সমর্থক এবং বিএনপি সমর্থক আইনজীবী প্রার্থীদের মধ্যে। ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী ৩৩ জন।

সরকার সমর্থক প্যানেল
সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি মনোনয়ন দিয়েছেন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে। যিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।  

অন্যপদের প্রার্থী হচ্ছেন, সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ, সহ-সভাপতি আলাল উদ্দীন ও ড. শামসুর রহমান, কোষাধ্যক্ষ ড. ইকবাল করিম, সহ সম্পাদক আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মুজিবর রহমান সম্রাট।

বিএনপি সমর্থক প্যানেল
বিএনপি সমর্থক প্যানেল সভাপতি পদে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব।

এ প্যানেলে অন্য পদে প্রার্থীরা হলেন- সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমান আরা বেগম, সদস্য ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীন আরা লাইলী, আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান।

বিএনপি সমর্থকদের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্যানেল ঘোষণার পর তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে পাল্টা প্যানেল ঘোষণা করা হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে ওই প্যানেলের সবাই জমির উদ্দিন সরকারের ঘোষিত প্যানেলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
নির্বাচনে মূল লড়াই হবে এ দুই প্যানেলের মধ্যে।
 
এছাড়াও সভাপতি পদে ড. ইউনুছ আলী আকন্দ ও শাহ খসরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে আব্দুল জব্বার ভূইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্য পদে তাপস কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান।
 
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।