রোববার (২৫ মার্চ) জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফৌজদারী বিবিধ মামলায় অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান আসামি ইভানের জামিন শুনানি করেন। কিন্তু বিচারক তা নাকচ করে দিয়েছেন।
গত ৪ মার্চ ইভানকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। গত ৯ জুলাই আসামি ইভানের ডিএনএ এবং ধর্ষিতার মুত্র, রক্ত ও মামলায় জব্দকৃত আলামতসমূহও পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে এ নির্দেশ দিয়েছিলেন।
গতবছরের ৬ জুলাই নারায়ণগঞ্জ শহরে মাসদাইর এলাকা থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব।
২০১৭ সালের ৪ জুলাই দিবাগত রাত্রে জন্মদিনের কথা বলে ফেসবুকের মাধ্যমে পূর্বপরিচিত এক তরুণীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করে ইভান। এরপর রাত ৩টার দিকে ইভান ওই তরুণীকে জোরপূর্বক বাসা থেকে বের করে দেয়। ওই রাতেই বনানী থানায় গিয়ে ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমআই/এএটি