মঙ্গলবার (২৭ মার্চ) মামলাটির চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সেলিম ওসমান তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করেন।
শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগম চার্জ শুনানির জন্য শেষবারের মতো সময় মঞ্জুর করেন।
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার অভিযোগ উঠে সেলিম ওসমানের বিরুদ্ধে।
এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় এমপি সেলিম ওসমান সেদিন ওই শিক্ষককে কান ধরে উঠ-বস করার নির্দেশ দিয়েছিলেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তা দেখা যায়।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমআই/এসএইচ