রোববার (০১ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহদ-বিন-আমিন চৌধুরী নতুন করে এ দিন ধার্য করেন।
গত ৭ মার্চ রাজধানীর বাংলামোটরে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা যৌন হয়রানির অভিযোগ করেন এক কলেজ ছাত্রী।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। ওই দিন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে ওই জনসভায় যোগ দেন।
রাজধানীর বাংলামোটরে এ রকম একটি মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা এক তরুণী তার ফেসবুকে পোস্ট করেন। তার ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।
ভিকটিম তার ফেইসবুক পোস্টে লেখেন, কলেজ থেকে ফেরার সময় জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে। ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআই/এমজেএফ