ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নেছারাবাদে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
নেছারাবাদে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চিকিৎসক পরিচয়ধারী সমরেশ কান্তি সমাদ্দার (৫০) নামে এক প্রতারককে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ মে) বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

দণ্ডপ্রাপ্ত সমরেশ কান্তি সমাদ্দারের বাড়ি উপজেলার সোহাগদল গ্রামে।

 

আদালত সূত্রে জানা গেছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে উপজেলার মিয়ারহাট বাজারে চেম্বার খুলে চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন সমরেশ কান্তি। তিনি পাইলসসহ বিভিন্ন রোগের রোগীদের অপারেশনও করতেন। খবর পেয়ে বিকেলে তার চেম্বারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখাতে না পারায় তাকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ২১, ২০১৮  
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।