সোমবার (২১ মে) ঢাকা জেলা লিগ্যাল এইডের সঙ্গে বিচারক-আইনজীবীদের মতবিনিময় সভায় ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এসব কথা বলেন।
ঢাকা জেলা জজ আদালত ভবনের তিনতলায় কনফারেন্স রুমে জেলা জজ এসএম কুদ্দুস জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জজ বলেন- দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের জন্যই লিগ্যাল এইড। সেই লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আদালতের কোনো কর্মচারী টাকা দাবি করেন, কারও বিরুদ্ধে এরূপ সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমি সঙ্গে সঙ্গে ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেব।
এছাড়া তিনি লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের আরও আন্তরিক হয়ে মামলা পরিচালনার পরামর্শ দেন।
সভায় ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) রাজেশ চৌধুরী, জাতীয় লিগ্যাল এইডের পরিচালক মোহাম্মদ জাফরুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোহাম্মদ বজলুর রহমান, ঢাকা বারের সভাপতি গোলাম মোস্তফা খান ও সেক্রেটারি মিজানুর রহমান মামুন ও প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমআই/ওএইচ/