ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মোহনগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
মোহনগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীর জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার আইনে সাত ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) ওই উপজেলার স্টেশন রুট এলাকায় মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও নেত্রকোনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

যে সব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে- ফল ও মাংসের দোকান, ফার্মেসি, স্টেশনারিসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান।

মোহনগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও নেত্রকোনা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।