এক রিট আবেদনের শুনানির পর বুধবার (২৭ জুন) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক সময় ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, দলটি নিবন্ধনের জন্য গত বছরের ডিসেম্বরে ইসিতে আবেদন করা হয়। ইসির গণবিজ্ঞপ্তি অনুসারে গত মার্চ ওই আবেদন নিষ্পত্তির কথা থাকলেও এর তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তি করেনি ইসি। এরপর রিট করা হলে উচ্চ আদালত দুই সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৭,২০১৮
ইএস/জেডএস