মঙ্গলবার (৩ জুলাই) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভ তাদের কারাগারে পাঠানোর নির্দেষ দেন।
আসামিরা হলেন- ফারুক হোসেন, তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।
আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই তাদের জামিনেরও কেউ আবেদন করেননি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ৯ এপ্রিল প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে প্রবেশ করেন। বাসভবনের দেয়ালের তারকাঁটা ও মূল ফটক ভেঙে তারা ভিসির বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেন। আশপাশে থাকা মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ আনা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২ জুলাই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমআই/আরবি/