বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টার সময় জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঠাকুরমারা এলাকার মৃত লইমুদ্দিনের ছেলে মো. সেলিম শেখ (৪০) ও একই এলাকার মৃত মাঈনুল ইসলামের ছেলে মো. হাসান আলী (২৭)।
নাটোর কোর্ট ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন মণ্ডল এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৬ সালে ৪ মে সেলিম শেখ ও হাসান আলী ঢাকা থেকে সয়াবিন তেল বোঝাই একটি ট্রাকে করে রাজশাহী যাচ্ছিলেন।
পথে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিতে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
এসময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও বহনকারী সেলিম শেখ ও হাসান আলীকে আটক করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।
মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে একই বছরের ২৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
আরএ