অন্য দুই আসামি হলেন-জসিম উদ্দিন ও মশিউর রহমান।
মঙ্গলবার (১০ জুলাই) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ এক মামলায় ফারুকের দুইদিন ও অপর এক মামলায় জসিম ও মশিউরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ওই তিন আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন।
গত ৩ জুলাই ফারুকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার শুনানিতে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দু’টি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমআই/আরআর