ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বাগেরহাটে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে মাদক মামলায় হাওলাদার ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন।  

হাওলাদার ফারুক হোসেন খুলনার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার মো. মান্নান হাওলাদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলী শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১৫ সালের ২৯ আগস্ট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকা থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাওলাদার ফারুক হোসেনকে আটক করে।  

পরে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঈনউদ্দিন বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রমেশ চন্দ্র রায় জানান, তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ফারুক পালাতক রয়েছেন।

বাংলাদেশ  সময়:   ২২০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।