মঙ্গলবার ( ১৭ জুলাই) ঢাকার সপ্তম বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এরঅাগে গত ১২ জুলাই (বৃহস্পতিবার) সাবিরা সুলতানাকে দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় তিন বছর করে ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি দুই মামলায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ রায় ঘোষণার দিন তিনি পলাতক ছিলেন।
** ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরার ৬ বছরের কারাদণ্ড
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ওএইচ/