সোমবার (২৩ জুলাই) আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত কারাবিধি অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ফারুকের পক্ষে অ্যাডভোকেট জাহিদুর রহমান আবেদনটি করেন।
ফারুক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথম বর্ষের ছাত্র। আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত তার প্রথম সেমিস্টার পরীক্ষা।
গত ৪ জুলাই ফারুককে গ্রেফতার করে পুলিশ। গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে দায়ের করা মামলায় তিনি কারাগারে আটক আছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এমআই/এইচএ/