বঙ্গবন্ধু মেডিকেল থেকে স্বাস্থ্যগত প্রতিবেদন আসার পর বৃহস্পতিবার (২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
আদালতে কুদ্দুসের জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আব্দুল কুদ্দুসের ক্যানসার বিষয়ে প্রতিবেদন বিবেচনা করে আদালত জামিন দিয়েছেন।
এর আগে গত ২৯ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছরের দণ্ডপ্রাপ্ত ক্যানসারে আক্রান্ত আব্দুল কুদ্দুসকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের আব্দুল কুদ্দুসের অসুস্থতা নিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন।
গত ১৩ মার্চ এই মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ২০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আমির আলী, মো. জয়নাল আবেদিন ও আবুল কালাম ওরফে একেএম মনসুরের। একই মামলায় অপর আসামি মো. আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
ইএস/এএটি