ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদকবিক্রেতার সাত বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
পিরোজপুরে মাদকবিক্রেতার সাত বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে আব্দুল হালিম (৩২) নামের এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (০৫ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।  

আব্দুল হালিম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 

আদালত সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ১০ অক্টোবর সকালে চরখালি এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩১৯ পিস ইয়াবাসহ আব্দুল হালিমকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর সেই সময়ের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার সেই সময়ের উপ পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।