বৃহস্পতিবার (০৯ আগস্ট) দু'দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর বাড্ডা ও ভাটারা থানায় মামলা দু'টি দায়ের করা হয়েছিল।
আসামিরা হলেন- রিসালাতুন ফেরদৌস, রেদোয়ান আহম্মেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান, আজিজুল করিম অন্তর, সামাদ মর্তুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ উল্লাস, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন নিঝুম ও আমিনুল এহসান বায়েজিদ।
আসামিরা বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আসামিদের মধ্যে ২০ জনের জামিনের আবেদন করা হলে আদালত না নাকচ করে দেন।
অপর দুই আসামি রেদোয়ান ও তরিকুলের জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।
গত মঙ্গলবার এ আসামিদের দু'দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমআই/এসএইচ