বুধবার (১৫ আগস্ট) এক দিনের রিমান্ড শেষে সাখাওয়াতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মো. সজীবুজ্জামান।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাখাওয়াতের পক্ষে অ্যাডভোকেট নূর উদ্দীন ও জায়েদুর রহমান জামিনের আবেদন করেন।
তার বিরুদ্ধে দণ্ডবিধি আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দু’টি মামলা রয়েছে।
গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এমআই/এএ