ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় মাদক বিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
নওগাঁয় মাদক বিক্রেতার যাবজ্জীবন

নওগাঁ: নওগাঁয় মাদক বিক্রির অপরাধে এমদাদুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে বুধবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর রহমান এ রায় দেন।  

দণ্ডিত এমদাদুল হকের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী গ্রামে।

 

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৪ নভেম্বর নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হককে আটক করে। ওই সময় তার কাছ থেকে ১৫০ পুরিয়া (৭৫ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক এমদাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা করা হয়। শুনানি ও নথি পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার এ রায় দেন আদালত।  

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাহার আলী। আসামি পক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।