ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শৈলকুপায় মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
শৈলকুপায় মাদক বিক্রেতার কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত বিল্লাল

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকায় বিল্লাল সরদার (৩২) নামে এক মাদক বিক্রেতাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি এ দণ্ডাদেশ দেন। বিল্লাল সরদার ফুলহরি চরপাড়া এলাকার ইকবাল সরদারের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, ফুলহরি এলাকায় মাদক বিক্রেতারা মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা ইউএনও উসমান গনি’র নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বিল্লালকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।