এছাড়া ধর্ষণের পরে হওয়া সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মজিবর রহমান ওরফে জমির ফকির নগরের মতাসার এলাকার আব্দুল মান্নান ফকিরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ ডিসেম্বর রাতে মজিবর রহমান একই এলাকার এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। এতে গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ২০০৭ সালের ১৪ মার্চ আদালতে মামলা করেন। ২০০৭ সালের ১৮ নভেম্বর ওই গৃহবধূর একটি কন্যা সন্তান জন্ম নেয়।
পরে ওই সন্তানের ডিএনএ টেস্ট করায় আসামির সঙ্গে মিল পাওয়া গেলে মামলাটি আমলে নিয়ে ধর্ষক মজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
১২ জনের মধ্যে নয়জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমএস/আরআর