বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ ভবনে নতুন এই আদালতের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির কর্ণধার।
তিনি বলেন, শিশু আইন-২০১৩ তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগতমান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি।
এছাড়া সিলেট জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক নুমেরী জামান ও সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনইউ/জেডএস