রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার ভূষণলক্ষণদিয়া গ্র্রামের ট্রাকচালক শহীদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী যশোরের চাপলার এলাকার মেহেদী হাসান (২৫)।
মামলার বিবরণে জানা যায়, শহীদুল ও মেহেদী ২০০৬ সালের ১ নভেম্বর সাতক্ষীরার দেবহাটা থেকে মিনি ট্রাকে করে ফেনসিডিল পাচার করছিলেন। পথে আলিপুর নাথপাড়ায় গেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর একটি দল তাদের আটক করে। ওই সময় ট্রাকে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৭৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় রোববার এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বাংলানিউজকে জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআই