ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
কুষ্টিয়ায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন 

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে বাদশা প্রামাণিককে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১৭ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলাম প্রমাণিকের ছোট ছেলে বাদশা প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন।

 

এ ঘটনায় নিহতের বড় ছেলে রাজা প্রামাণিক বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেন বিচারক মো. আসাদুল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।